1. ssexpressit@gmail.com : banglarkantho :
  2. gmparvezmunna@gmail.com : Parvez Munna : Parvez Munna
রবিবার, ০৫ মে ২০২৪, ০৪:১১ অপরাহ্ন
Title :
সাভারে বিতর্কিত মিঠুন সরকারের অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন সাভারে নারী দিবসে নারী উদ্যেক্তা সম্মেলন সাভারে স্বতন্ত্রপ্রার্থী মুরাদ জংয়ের কার্যালয়ে হামলা, নৌকার দুই সমর্থক গ্রেফতার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সাভারে দেওয়ান ইদ্রিস ল’ কলেজে অবৈধভাবে এলামনাই কমিটি গঠন চিকিৎসা না পেয়ে ফিরে যায় রোগী, সাভার সরকারী হাসপাতাল ২৫০ শয্যার দাবিতে মানববন্ধন সাভার সরকারী হাসপাতাল ২৫০ শয্যা করার দাবিতে মানববন্ধন আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব আল হাসান অফিসার্স ক্লাব ঢাকার বাৎসরিক মেজবান অনুষ্ঠিত সাভারে নৌকা প্রতীকে রাজীবের গণসংযোগ

হৃদরোগ ইনস্টিটিউট স্বজনদের সঙ্গে আনসারদের মারামারি, খবর শুনে রোগিণীর মৃত্যু

  • আপডেট সময় : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৬২ জন পড়েছে

অনলাইন ডেক্স: রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন এক নারীর পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে দায়িত্বরত আনসারদের মারামারির ঘটনা ঘটেছে। এ খবরে চিকিৎসাধীন ওই নারী মৃত্যুবরণ করেন। পরে পুলিশ এসে আনসারদের হাতে আটক স্বজনদের উদ্ধার করে।

রোববার (২৪ সেপ্টেম্বর) রাতে এ ঘটনায় মারা যাওয়া ওই নারীর মেয়ে বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় অভিযোগ করেছেন।

জানা যায়, মারামারির এ ঘটনায় আহত হয়েছেন রোগীর স্বামী, মেয়ে, ২ ছেলেসহ বেশ কয়েকজন আত্মীয়-স্বজন। সবচেয়ে বেশি আহত হয়েছেন পরিবারের মেজো ছেলে তানজিল। তিনি বর্তমানে পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। তার সারা গায়ে মারের অসংখ্য চিহ্ন।
 
তাদের অভিযোগ, তিন দফা টাকা দিয়ে প্রবেশের পরেও চতুর্থ দফায় প্রবেশের সময় টাকা না দিলে তাদের বাধা দেয় দায়িত্বরত আনসার সদস্যরা। জোর করে ঢুকতে চাইলে মারধর করা হয়।
 
ওই রোগীর স্বামী বলেন, “আমরা ৪ থেকে ৫ জন ছিলাম। ২০ থেকে ৩০ জন আনসার সদস্য এসে আমাদের পরিবারের ওপর হামলা চালান। সিসিইউতে নিয়ে আসার পর চিকিৎসক বলেছেন রক্ত লাগবে। গেইটে এসে বললাম, রক্তটা দিয়ে যাই। কিন্তু এতে আমাকে বাধা দেয়া হয়। ছেলেকে ডেকে এনেছি, রক্তটা পৌঁছে দেয়ার জন্য। আনসার সদস্যকে উদ্দেশ করে আমার ছেলে বলে, একটু আগে আপনাকে ৫০ টাকা দিলাম। আমার বাবাকে ঢুকতে দেন। এ কথা বলাতেই আমার ছেলেকে থাপ্পড় দেয়”।

প্রত্যক্ষদর্শীরা জানান, টাকা না দিলে সিসিইউতে চিকিৎসাধীন ব্যক্তির স্বজনদের প্রবেশ করতে দেয় না আনসার সদস্যরা। এ ঘটনা নিয়েই সূত্রপাত হয়েছিল মারামারির।

অন্যান্য রোগীর স্বজনরা বলেন, আমরা গেলে ধাক্কা দিয়ে বের করে দেয়া হয়। টাকা দিলে ঢুকতে দেয়। যতবার আসে, ততবার ১০০ টাকা করে দিতে হয়।

এ দিকে ঘটনা গুরুতর অবস্থার দিকে মোড় নিতে থাকলে হাসপাতালে হাজির হন শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তারিক হাসান কাজল। তিনি জানান, এ ঘটনায় খোদ স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিয়ে দোষীদের সাজা দেয়ার আশ্বাস দিয়েছেন। মন্ত্রী এরই মধ্যে সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট সবাইকে বলেছেন।

অভিযুক্ত আনসারদের কারও সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। সময় টেলিভিশনের ক্যামেরা দেখেই তারা ক্যাম্পের ভেতরে চলে যান। বারবার ফোন দিয়েও প্লাটুন কমান্ডারকে পাওয়া যায়নি।
 
এদিকে রাতেই মারা যাওয়া রোগিণীর একমাত্র মেয়ে সেলিনা আক্তার শেরেবাংলা নগর থানায় এ ঘটনায় অভিযোগ দায়ের করেছেন।
 

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর